• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা খুন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এবাদুল্লাহ নামের এক সাব মাঝি খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ ওই ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিরা ছিলেন কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে। ওখানে পৌনে ১০ টায় প্রতিনিধিরা পৌঁছে মিয়ানমারে নির্যাতনের শিকার ১৩ নারী-পুরুষের সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় একই ক্যাম্পে নিকটবর্তী স্থানে ছুরিকাঘাতে খুনের ঘটনাটি ঘটে। পরে তথ্য সংগ্রহকারীরা ওই ক্যাম্প থেকে বের হয়ে বালুখালীর ১২ নম্বর ক্যাম্পে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ