• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩
মহিলা লীগ নেত্রী ফেরদৌসী

কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী গাজীকে গলা কেটে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫টায় ফেরদৌসী গাজী বাড়ির সামনে। আমির হোসেন ও সেলিম নামে দুই যুবক তাকে এ হুমকি দেন বলে অভিযাগ।

এ ঘটনায় বুড়িচং থানায় যুব মহিলা লীগ নেত্রী ফেরদৌসী গাজী বাদী হয়ে একটি মামলা করেছেন।

ফেরদৌসী গাজী বলেন, আমার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার চড়নল ভারত সীমান্তবর্তী এলাকায়। আমার বাড়ির সামনে কিছু যুবক দিবালোকে মাদক-ফেনসিডিল খায় ও কেনাবেচা করে। এতে আমি বাধা দেওয়ায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমির হোসেন, সেলিমসহ আরও তিনজন আমার বাড়ির সামনে এসে বলে ‘জবাই করে ফেলে দেব’।

এ ছাড়া আমাকে হুমকি-ধমকি দেয়। আমার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে একজনকে আটক করেছে। আমি বাড়ি থেকে ঢাকা আসার পথে আবারও বুড়িচংয়ে আমার গাড়িতে আক্রমণ করে ভাঙচুর করার চেষ্টা করে।

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ফেরদৌসী গাজী থানায় মোবাইল করে জানান তার ওপর হামলা করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিই। এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ