• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

তাড়াশে ছেলের ছুরিকাহাতে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাহাতে বাবা তোফাজ্জল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নওখাদা গ্রামের তোফাজ্জাল হোসেন মন্ডলের প্রথম স্ত্রী রেজদা খাতুনের সঙ্গে পারিবারিক কলহ বাধে। এক পর্যায়ে তোফাজ্জাল হোসেন ঘরের মধ্যে রাখা গরু জবাই করা একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীর পায়ে কুপিয়ে আহত। এসময় পাশে থাকা তাদের ছেলে বাবুল মন্ডল মায়ের চিৎকারে এগিয়ে এসে বাবার হাতে থেকে ছুরি কেড়ে নিয়ে বাবাকে পেটে আঘাত করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিডেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জাল হোসেন মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ছেলের ছুরিকাহাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনার পরপরই ছেলে বাবু মন্ডল পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, এঘটনায় তাড়াশ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও পলাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ