• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে গোলাগুলিতে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি গুলি, অস্ত্র, ওয়াকিটকি, মোবাইল ফোন ও সিমকার্ড।

সোমবার (১০ জুলাই) ভোরে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত হুসেন আহমদ মাঝির (৪০) বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ হারুন অর রশীদ বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসও-এর মধ্যে সংঘর্ষ বেড়ে চলেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুলিশের টহল দলের সদস্যদের লক্ষ্য করে আরসা সন্ত্রাসীরা গুলি করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে আরসার সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে বন্দুক, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন ও সিমকার্ড পাওয়া যায়।

আর্মড পুলিশে এডিআইজি আরো বলেন, ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ