• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

ছেড়া হলো শাহাজাদী আলম লিপির পোস্টার-ফেস্টুন!

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

পাভেল (বগুড়া) নিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ বরাগুড়া-১ (সারিয়াকান্দ-সোনাতলা) আসনের সংসদ সদস্য দলের স্থানীয় পদে পদে প্রচার প্রত্যাশী সংবাদ যোগাযোগের সাংবাদিক নেতা শাহাজাদী আলম লিপিডা ইলাউড , শেখের শক্তিজাতীয়তাবাদী নেতা ও ওয়াজেদ জয়ী এর ছবি সন্বলিত পোষ্টার ও ফেস্টুন

স্থানীয়ভাবে ও সরজমিনে দেখা গেছে, প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যে স্থানীয় এলাকাবাসীদের জরিপে এগিয়ে দেখুন শাহাজাদী আলমপি লি। সংসদীয় আসনের দুই জোটের বিভিন্ন প্রচার শুরু করেছেন সে। অতিরিক্ত সারিয়াকান্দি ও সোনাতলা বাসিকে সমীক শান্তি ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন।

এরই মধ্যে গত (৯ জুলাই) রাতের দুর্বৃত্তরা সারিয়াকান্দি রাজনৈতিক ফুলবাড়ির মোড় সহ সব জায়গায় তাঁর প্রচারণার পোষ্টার ও ব্যানারফেস-স্টুন লাগানো হয়েছে প্রায় সব আমি শুনেছি ও অপসারণ করেছি। এ তীব্র প্রতিবাদ প্রতিবাদ শাহাজাদী আলম লিপি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় উদঘাটন করা হচ্ছে অন্যের প্রতি শ্রদ্ধা শান্তি। নাগরিক হিসাবে সকল সমর্থন। আমি আশাবাদী এ সকল গতিপথ ও কর্মীরা সজাগ থাকবেন।

শাহাজাদী আলমপি বলেন, হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা নিয়ে মানুষের ভালোবাসা, সমর্থন করা যাবে না। হসা রাজনীতি পরিহার করে সুন্দর ও শান্তির দুই উপজেলা আমাদের আলাদা আলাদা সমস্যা।
এ বিষয়ে সারিয়াকান্দি পার্টিভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এবিষ কোনো অভিযোগ পাওয়া। অভিযোগ ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ