• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০, আটক ৬

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরতলীর হরিদপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও ৪০ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। গুরুতর আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ