• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

অভিনব প্রতিবাদ সড়কে লাগানো হলো কচুগাছ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঝালকাঠি শহরের একটি সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। গতকাল বেলা ১১টায় শহরের টাউন মসজিদ সড়কের বাসিন্দারা এ প্রতিবাদ করেন। এর আগে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের ১৬টি সড়কের এমন বেহাল দশা। এর মধ্যে ব্র্যাক মোড় থেকে বিকনা সড়ক, কাঠপট্টি রোড, পৌর খেয়াঘাট সড়ক, বসুন্ধরা সড়ক, সুতালড়ি সড়ক, ধোপারচক সড়কের অবস্থা খুবই খারাপ। ঝালকাঠি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে।

স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াতের সময় পড়ে আহত হয়। সন্ধ্যা হলেই এসব সড়কে রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। পৌর শহরের খালগুলো ভরাট হয়ে যাওয়া ও অপরিকল্পিতভাবে ড্রেন তৈরি করায় পানি চলাচল করতে পারছে না। তারা বলেন, সড়কে কচু গাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। মাহবুব সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার ও রিফাত হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন। ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দার বলেন, এসব সড়ক সংস্কারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেল কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ