টাঙ্গাইলে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুতে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগেছে। এতে বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হয়ে যমুনা নদীতে তলিয়ে গেছে। যানটিতে থাকা ছয় জন সাঁতরে পাড়ে উঠে রক্ষা পান।
রবিবার (১৬ জুলাই) সকালে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে বালু নিয়ে যাচ্ছিল। এটি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। দ্রুত সময়ের মধ্যেই বাল্কহেডটি ডুবে যায়। এ সময় চালকসহ ছয় জন দ্রুত সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল জানান, সকালের দিকে একটি বাল্কহেড বালু নিয়ে যাওয়ার সময় স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেল সেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাল্কহেডটি বঙ্গবন্ধু সেতুর ৭ নম্বর পিলারের কাছে গিয়ে ডুবে যায়।
এ সময় বাল্কহেডে থাকা ছয় জন সাঁতরে পাড়ে আসেন। বাল্কহেডটি উদ্ধারের জন্য প্রস্তুতি চলছে বলে জানান তিনি।