• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের, আহত ৬

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় ২ বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এর মধ্যে বাসচালকসহ গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মাজার গেট এলাকায় পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জামাল উদ্দিনের ছেলে টিপু সোলতান (২২) এবং যশোরের সুবর্ণখালীর আবু আহসানের ছেলে মোহাম্মদ তালহা জুবাইর সাজিদ (২৪)। নিহত ২ জনই পেশায় ছাত্র। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের হারবাং মাজার গেট এলাকায় পণ্যবাহী ট্রাকটি বিসমিল্লাহ পরিবহনের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

আহতদের মধ্যে বাসচালক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মালেকসহ দু’জনকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ছাড়া বাকি ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা হয়েছে। তারা অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ