জেলার সিটি করপোরেশন এলাকায় হঠাৎ করেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দুইটি সরকারি হাসপাতালে ১২২ জন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতাল দুইটিতে নতুন ভর্তি হয়েছেন ২০ জন ডেঙ্গু রোগী।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ মাসে এই হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এছাড়া আক্রান্ত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ওই হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এই হাসপাতালে ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ মাসে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এছাড়া একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে বেশ কিছু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হঠাৎ করেই গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব মো. আ. হান্নান বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে ১০টি অঞ্চলে বিভক্ত করে মশক নিধন অভিযান ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এছাড়াও মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।