রাজধানীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগটি এবার কেড়ে নিয়েছে সাদিয়া রাইসা নামে এক মেডিকেল ছাত্রীর প্রাণ। আজ সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদিয়া রাইসা আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চলতি বছরের ১৯শে মার্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তানজিমের সঙ্গে বিয়ে হয়েছিল সাদিয়া রাইসার।
রাইসার স্বামী তানজিম জানান, গত ১৮ই জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেয়া হয়। পরদিন তার প্লাটিলেট কাউন্টে ৩০০০ আসে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১শে জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১০০০ আসে।
ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাইসার অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন স্বামী তানজিম। কিন্তু আজ সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।