• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

ডিএমপির ৮ উপ-পুলিশ কমিশনারকে বদলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ মাহবুব হাসানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মোস্তাক আহমেদকে এস্টেট বিভাগে, কাজী আশরাফুল আজীমকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, এস্টেট বিভাগের মোহা. মেহেদী হাসানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া মোহাম্মদ আশরাফ ইমামকে পিওএম-পশ্চিম বিভাগে, পিওএম-পশ্চিম বিভাগের মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলামকে ডিবি-তেজগাঁও বিভাগে ও প্রটেকশন বিভাগের তারেক আহমেদকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ