• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:

অনুমতির আগেই মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী বিএনপি নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সরকার পতনের এক দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিলেও এখনও স্থান চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ডিএমপির সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও দলীয় কার্যালয়ে মহাসমাবেশের অনুমতি মেলেনি বিকাল পর্যন্ত। স্থান নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত দিচ্ছে না বলে অভিযোগ দলটির। তবে বসে নেই তৃণমূল নেতাকর্মীরা। নয়াপল্টন অভিমুখে আসতে শুরু করেছেন তারা।

বুধবার বিকালে সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবারের মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখছেন কেন্দ্রীয় কার্যালয়স্থল।

নেতাকর্মীরা জড়ো হতে থাকলেও রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার জানান, পুলিশের পক্ষ থেকে বিএনপির মহাসমাবেশের স্থান হিসেবে গোলাপবাগ মাঠের প্রস্তাব দেয়া হয়েছে। বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া যাচ্ছে না।

এদিকে স্থান চূড়ান্ত না হলেও সমাবেশ সফল করার লক্ষে নয়াপল্টন কার্যালয়ে দিনব্যাপী চলছে অঙ্গ ও সহযোগী এবং মহানগর বিএনপির সভা। সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। বিকালেও অনুষ্ঠিত হয়েছে যৌথসভা। এতে সভাপতিত্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে দেখা গেছে উপচে পড়া ভিড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ