• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

মধ্যরাতে নূরের বাসায় ডিবির তল্লাশি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২ আগস্ট, ২০২৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ডিবির অভিযান পরিচালনার সময়ে ফেসবুক থেকে লাইভে যান নুরুল হক নূর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় করেন তিনি। ডিবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের রাজত্ব আজীবন থাকবে না, আমরাও ফেসগুলো (চেহারা) দেখে রাখবো, সময় তো আসবে। দেশের এই অবস্থা থাকবে না।

ডিবির অভিযানের পর ফের ফেসবুকে লাইভ স্ট্রিমে আসেন নূর। এ সময় তিনি ঘটনার বর্ণনা দেন। নূর অভিযোগ করেন, পুলিশ দরজা ভেঙ্গে তার বাসায় প্রবেশ করে। তার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোনও পুলিশ নিয়ে গেছে। অভিযানের সময় একজন পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে তোলেন দুর্ব্যবহারের অভিযোগও। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ