• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে-শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি বলেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।

তিনি বৃহস্পতিবার (৩ আগষ্ট) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা খেলোয়ার পরিবারের উদ্যোগে আয়োজিত ছাইহাটা হাইস্কুল মাঠে ফাইনাল ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

লিপি আরো বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়।

ছাইহাটা খেলোয়ার পরিবারের সভাপতি মোঃ মাইনুর ইসলামের সভাপতিত্বে ও মোঃ রাব্বী ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার হবিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন,কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক বাবলু,স্বপন মিয়াসহ স্থানীয় কর্মীরা ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল খেলায় ধর্মগাছা ফুটবল একাদশ কুতুবপুর সূর্যদয় ক্লাবকে হারিয়ে জয়লাভ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ