ঢাকার কেরানীগঞ্জ ও সাভারের বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করছে দলটি।
একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী এস এ সিদ্দিক সাজু এমন অভিযোগ করেছেন।
সাজুর বরাত দিয়ে ঢাকা মেইলকে এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তুলে নিয়ে যাওয়া তিনজন হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার (ঢাকা-১৪ সংসদীয় আসন) কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান।
সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা দাবি আদায়ের কর্মসূচির মধ্যেই সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান তাকে গ্রেফতার করা হয়েছে।