• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

দাম কমল তেল-চিনির

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
ফাইল ছবি

দেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমছে। প্রতিকেজি চিনি ও সয়াবিন তেল লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে।

এখন থেকে প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা।

রোববার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির দাম হবে ১৩০ টাকা। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। বর্তমানে প্রতিকেজি প্যাকেটজাত চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দাম হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ