• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ,উল্লাপাড়ায় জাতীয় শোক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সরকারি আকবর আলী কলেজের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল কাদের রুমী খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশবিরোধী স্বাধীনতাবিরোধী অপশক্তি চিরতরে নির্মূল করতে হবে। সেই সাথে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ নানা সংগঠনের ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ