টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার সকাল পর্যন্ত জেলায় মোট ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। জেলা শহরের বাইরে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১৯ জন, নাগরপুরে নয়জন, কালিহাতীতে তিনজন, মধুপুরে চারজন এবং ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন।
এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন রোগী। মৃত্যুবরণ করেছেন একজন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন রাখার পরামর্শ দিয়েছেন ঐ কর্মকর্তা।