কুষ্টিয়ার মিরপুরে বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে। বুধবার (১৬ আগস্ট) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মিরপুর পৌর এলাকার একটি নার্সারিতে এটিকে দেখা যায়।
স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমানটি ছুটছে বাসাবাড়িতে, কখনও গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে।
স্থানীয় ভাইবোন নার্সারির পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘বুধবার বিকালের দিকে বিরল প্রজাতির এই হনুমানটিকে আমাদের নার্সারি এলাকায় দেখা যায়। মাঝেমধ্যে খাবারের সন্ধানে এসব হনুমান লোকালয়ে চলে আসে।’
সুখদেব নামে আরেক নার্সারির পরিচালক বলেন, ‘খাবারের জন্য এরা মানুষের একেবারে কাছাকাছি চলে আসে। এমনকি কেউ কলা বা পাউরুটি দিলে সেটি হাতে নিয়ে খায়।
এ বিষয়ে মিরপুর উপজেলা সহকারী বন কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘এটিকে মূলত “মুখপোড়া হনুমান” বলা হয়। পার্শ্ববর্তী ভারত থেকে ট্রেনে বা অন্য কোনোভাবে আমাদের এলাকায় চলে আসে। তা ছাড়াও মুজিবনগরে এদের একটি বড় আবাসস্থল রয়েছে। সেখান থেকেও অনেক সময় দলছুট হয়ে চলে আসে।
তিনি আরও জানান, মেহেরপুরের মুজিবনগরে একটি প্রকল্পের মাধ্যমে হনুমানদের খাওয়ানো হয়। তবে এই প্রকল্প আমাদের এলাকায় চালু নেই। তবে কোনও হনুমান আহত হলে চিকিৎসা দেওয়া হয় অথবা কেউ আটকে রাখলে সেটিকে উদ্ধার করা হয়।