নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনীতে মর্ডানফুড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে হামলা ও ভাঙচুর লুটতারাজ চালিয়েছে একদল সন্ত্রাসী ।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধাকারী ও পাওয়ার মিল মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, ম্যানেজার সুবীর সাহা ও ফিরোজ মিয়া সহ কয়েকজন পথচারীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
পরে আহত অবস্থায় ব্যাবসায়ীদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা সন্ত্রাসী হমালার বিচার দাবি করেন।
মর্ডান ফুডের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন জানান, তাদের সাথে আমাদের কোন পূর্ব শ্রত্রুতা ছিলনা হঠাৎ শনিবার রাতে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ড মাজন বাড়ির মৃত সামসুল হকের ছেলে রাসেল ও বাবুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালায় । আমরা বাধা দিলে আমিসহ অন্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি জানান, চৌমুহনী বাজারে মর্ডানফুড নামে একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে আমারা শুনেছি। আমরা তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। এখনোও কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।