নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা বিচার কার্যক্রম কতটা স্বচ্ছতার সঙ্গে চলছে এসে দেখতে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মামলা সংশ্লিষ্ট আইনজীবী খুরশীদ আলম খান, যদিও তিনি এ মামলা স্থগিত করতে প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের দেয়া চিঠিকে বাংলাদেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন দুদকের এই আইনজীবী।
‘বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে বিশ্বনেতারা অযাচিতভাবে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছেন বলে মন্তব্য করে’ খুরশীদ আলম খান বলেন, ‘বিশ্বনেতারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন আমার বুঝে আসে না।
এসময় বিশ্বনেতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান খুরশীদ আলম খান। বলেন, ‘বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সঙ্গে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে।
‘শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ না করার আহ্বান জানান এই আইনজীবী।
এর আগে সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি পাঠিয়েছেন ১৬০ জন বিশ্বনেতা।
সোমবার রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লেখেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ জন বিশ্বনেতা।