• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নওগাঁয় গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ২ জন সমাজপতিসহ ১ নাপিতকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২)।

জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া নামক একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তার মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজ করেন।

সোমবার (২৮ আগস্ট) সকালের দিকে ওই গৃহবধূর বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি, পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মুসলিম যুবকের সঙ্গে ওই গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। এ কারণে গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এ কাজে গৃহবধূর স্বামীরও সম্মতি ছিল বলে তারা জানান।

ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা তাকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। এ সময় ওই গৃহবধূ দাবি করেন, তিনি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করেননি। গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়া হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গৃহবধূ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর শালিসে রায় দেওয়া দুই মাতব্বরসহ নাপিতকে আটক করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ