পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী
সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি, সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকায় দিনব্যাপী বিরামহীন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৯ই আগষ্ট) পৌর ৫নং ওয়ার্ড বালুয়াহাট থেকে শুরু করে উপজেলার মেইন রোড, সারিয়াকান্দি ডিগ্রি কলেজ রোড হয়ে মাদ্রাসা উপশহর রোড, সারিয়াকান্দি কাঁচা বাজার, মাছ বাজার মেইন রোড এলাকার ফুটপাতের পথচারী ও যানবাহনের সাধারণ মানুষদের কাছে লিফলেট বিতরণ করেন। গণসংযোগে শাহাজাদী আলম লিপি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম,ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক বাবলু, ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড সহ-সভাপতি ও মেম্বার মোঃ রুবেল প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুর ইসলাম,পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক, যুবলীগ নেতা রেজাউল করিম রনি,সুরুতজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।