শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর পদত্যাগের দাবিতে রাজপথে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার দুপুরে মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে বার কাউন্সিলের সামনে সুপ্রিমকোর্টের গেট দিয়ে প্রবেশ করে।
গত রোববার শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দীন আহমেদ, সুপ্রিমকোর্ট বারের সাবেক ট্রেজারার ফাহিমা নাসরিন মুন্নী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ বিএনপি সমর্থক আইনজীবীরা।