• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

উদার হাতে বিনিয়োগ করতে চান মার্কিন ব্যবসায়ীরা’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৩০ আগস্ট) মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান তারা। এ সরকারের ওপর আস্থাশীল বলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান।

তিনি বলেন, পায়রায় আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এক্সন মবিলসহ আরও একটি মার্কিন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে।

ইতোমধ্যে গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়ে দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে মার্কিন কোম্পানি এক্সন মবিল। গত মার্চে প্রথম দফায় পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা হয় ও বিষয়টি নিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে আরও একটি প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠায় এক্সন মবিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ