শায়েস্তাগঞ্জ উপজেলার আন্তঃজেলা শীর্ষ ডাকাত সর্দার এবং ১৮টি মামলার পলাতক আসামি স্প্রে পার্টি ও সিএনজি চুরির মূলহোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃত ল্যাংড়া তালেব শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের আব্দুস সহিদের ছেলে। আটককৃত তালেব আন্তঃজেলা সিএনজি চোর চক্রের গডফাদার, ভয়ঙ্কর চেতনানাশক স্প্রে চক্রের মূলহোতা, অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতির গুরুও এই ল্যাংড়া তালেব। সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মিজান খাঁন নামের সিলেটের এক ব্যবসায়ী তার দুই ভাই কুয়েত ও দুবাই প্রবাসীর পরিবার নিয়ে তারা যৌথভাবে বসবাস করেন। গত ৬ই আগস্ট পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাত ৩টা ২০ মিনিটে ১০/১২ জনের সঙ্গবদ্ধ একটি ডাকাতদল ঘরের পেছনের লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা মিজান খাঁনের গলায় চাকু ধরে তার কাছ থেকে কেবিনেট ও আলমারির চাবি ছিনিয়ে নেয়। মিজানের মা এবং প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী সন্তানদের গলায়ও চাকু ধরে জিম্মি করে রাখে। এরপর ডাকাতরা আলমারি থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ২টি মোবাইল এবং ১টি মোটরসাইকেল লুট করে। এ ঘটনায় ৮ আগস্ট মিজান খাঁন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, হবিগঞ্জের ওই ডাকাতির মামলার পলাতক আসামি চট্টগ্রামের হালিশহরে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ল্যাংড়া তালবকে গ্রেপ্তার করা হয়।