কোমল পানীয়র ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । গতকাল মঙ্গলবার এনবিআর এক প্রজ্ঞাপনে কর হার পুনর্নির্ধারণ করে।
এ বছর বাজেটে কোমল পানীয় বা কার্বোনেটেড বেভারেজ কোম্পানি পণ্য বিক্রি থেকে প্রাপ্ত আয়ের ওপর কর (টার্নওভার ট্যাক্স) ৫ শতাংশ করা হয়।
এতে কোকা-কোলা, পেপসিসহ প্রায় সব পানীয়ের দাম বেড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এক লিটারের বোতল ৬০ টাকা থেকে ১০০ টাকায় উঠেছে।
এরপর কোমল পানীয়ের ওপর ন্যূনতম কর ১ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল প্রাণ, ট্রান্সকম বেভারেজ, আব্দুল মোনেম ও কোকা-কোলার মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
তারপরই এনবিআর কর হার পুনর্নির্ধারণ করল।