বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশনের উত্তর পাশে ইশবপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টায় অজ্ঞাত ওই ব্যক্তিটি রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস চলন্ত ট্রেনে কাটা পড়ে কোমর থেকে শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশে জানায়। এরপর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার কাজ চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।