পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: এক অসহায় প্রতিবন্ধী বগুড়া সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া গ্রামের বসতকৃত জিল্লুর রহমানকে একটি হুইলচেয়ার উপহার দিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।
রবিবার (৩ই সেপ্টেম্বর) সকালে শাহাজাদী লিপির বাসভবনে পা হারানো জিল্লুকে একটি হুইলচেয়ার উপহার দেয়া হয়।
হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জিল্লুর রহমান। জিল্লুর রহমান বলেন,কয়েক বছর ধরে আমি কষ্ট করে চলাফেলা করছি। স্থানীয় সমাজের বিত্তশালী অনেকের কাছে একটি হুইলচেয়ার চেয়েও পাইনি। আজ লিপি আপার মাধ্যমে হুইলচেয়ার পেয়ে আমি অনেক আনন্দিত। বগুড়া-১ আসনে নৌকার কান্ডারী হিসেবে এলাকার সাধারণ জনগণ তাকেই দেখতে চায়। তিনি একজন মানবিক মানুষ। আমার দুর্ঘটনার কথা শুনা মাত্রই আমার পাশে এসে দাঁড়িয়েছেন।
হস্তান্তরকালে শাহাজাদী আলম লিপি বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। ভালবাসা ও সঠিক গাইডলাইন পেলে তারাও সমাজে ব্যাপক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন,চলৎশক্তিহীন হলেও অর্থের অভাবে দীর্ঘদিন ধরে এই মানুষটিকে হুইলচেয়ার ছাড়াই চলাফেরা করতে হতো। তাকে একটি হুইলচেয়ার দিতে পেরে খুব ভালো লাগছে।যার যার অবস্থান থেকে এই সমস্ত বিশেষ মানুষদের জন্য সহযোগিতার আহবান জানান তিনি।
এদিকে সারিয়াকান্দি সদর ইউনিয়নের চর পাকপাড়া এলাকায় গণসংযোগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তার লিফলেট পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন শাহাজাদী আলম লিপি।
এসময় ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক বাবলু,সাবেক সাধারণ সম্পাদক খোর্দ্দবলাইল সাং.ইউনিয়ন আওয়ামী লীগ মোঃ রবিউল হাসান বাবুল, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।