বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আশিক সরকার (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১০টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আশিক ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে।
জানা গেছে, ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আশিককে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারালো অস্ত্রের আঘাতে আশিকের হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উদ্দেশে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, আশিক পুলিশের কাছে ৩-৪ জনের নাম বলেছে। আমরা সেই অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।