• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

বাল্যবিবাহ বন্ধ করে বিয়ের খাবার এতিমদের মাঝে বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

রিপোর্ট: আসাদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি,

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এ সময় বরযাত্রীর জন্য রান্না করা খাবার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, শিমুলদাইড় গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর (১৬) বিবাহের আয়োজন করা হয় বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনু ইসলামের (২৪) সঙ্গে।

গোপন সংবাদের মাধ্যমে বাল্যবিয়ের খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিবাহ বন্ধ করেন ও বরযাত্রীদের জন্য রান্না করা খাবার জব্দ করে বরইতলী আহমদ আলী এতিমখানা ও বেরীপটল হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করেন।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের বাবা-মা গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ফলে বরযাত্রী এসে উপস্থিত হওয়ার আগেই কনের অন্যান্য অভিভাকদের ডেকে এনে এ বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন ভ্রম্যমান আদালত। আর বরযাত্রীদের জন্য রান্না করা উন্নতমানের খাবার জব্দ করে ওই দুই মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া হবে না মর্মে কনের চাচির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, কনে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় দেশের প্রচলিত আইন মেনেই এই বাল্যবিবাহটি বন্ধ করা হয়েছে। সেই সাথে কনের বাবা ও মা পালিয়ে যাওয়ায় বরযাত্রীদের জন্য রান্না খাবার যাতে নষ্ট না হয় সেজন্য এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া এ বাল্যবিবাহটি আর যাতে না দিতে পারে সে জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক খোঁজ খবর রাখব। এ সময় কাজিপুর থানা পুলিশ, আনসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ