• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

চলনবিলাঞ্চলে থামছেনা বোয়ালের পোনা নিধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে বোয়াল মাছের পোনা নিধন কোনভাবেই থামছেনা। এর যেন উৎসব শুরু হয়েছে। প্রতিদিন এ অঞ্চলের হাট-বাজারে বোয়াল মাছের পোনা বিক্রির ধূম পড়েছে। দিন-রাত ছোট ছোট অসংখ্য বোয়াল মাছ ধরা হলেও সংশ্লিষ্ট দপ্তরের এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নেই। চাটমোহর উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলার বিল এলাকা ছাড়াও ডিকশি বিল, খলিশাগাড়ি বিল, আফরার বিল, বগা বিলসহ বিভিন্ন জলাশয়ে বাদাই জাল দিয়ে প্রকাশ্যে বোয়াল মাছ নিধন করা হচ্ছে। খরা জালে ধরা হচ্ছে বোয়াল মাছের পোনা। এ সকল বোয়াল মাছের পোনা হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

গত কয়েক দিন চাটমোহর নতুন ও পুরাতন বাজার, হান্ডিয়াল বাজার, সমাজ বাজার ও ছাইকোলা বাজারে গিয়ে দেখা গেল কয়েকজন মাছ বিক্রেতা বোয়াল মাছের পোনা বিক্রি করছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা বললেন, দিনে ও রাতে এ সকল বোয়াল মাছ বাদাই জাল দিয়ে ধরা হচ্ছে। বোয়ালের পোনা (ছোট বোয়াল) ২০০-২৫০ টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে।

এদিকে বিভিন্ন বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ছড়াছড়ি। ডিকশি বিল, বিল কুড়ালিয়া, খলিশাগাড়ী বিল, সনকিভাঙ্গা বিল, আফরার বিল, নিমাইচড়া, হান্ডিয়াল, পাশর্^ডাঙ্গা, ফৈলজানা ও ডিবিগ্রামের বিভিন্ন নদ-নদী, বিল ও জলাশয়ে অসাধু মাছ ব্যবসায়ী ও মৌসুমী মাছ শিকারীরা চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে দেশী প্রজাতির বিভিন্ন মাছের পোনা নিধনে মেতে উঠেছে। এতে দেশী প্রজাতির মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র্য।

চাটমোহর উপজেলা মৎস্য বিভাগ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। কিন্তু অধিকাংশ বিলে অসংখ্য জাল পেতে মাছ ধরা হচ্ছে। বাদাই জালের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বোয়াল মাছের পোনা নিধনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ