• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
ফাইল ফটো

দেশের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। চার প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চারটি প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি প্রতিষ্ঠান এক কোটি করে ডিম আমদানি করতে পারবে।

কবে নাগাদ আমদানি শুরু হবে জানতে চাইলে সূত্র জানায়, যেহেতু অনুমোদন দেওয়া হয়ে গেছে সেহেতু তারা চাইলে কাল থেকেই আমদানি করতে পারবে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এছাড়া আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। ওই দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছিলেন, স্থানীয় বাজারে ডিমের দাম না কমলে সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে দেশে ডিম উৎপাদন হয়েছে ২৩৩৮ কোটি আর চাহিদা ছিল ১৮০৬ কোটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ