জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে আনারুল ইসলাম (২৫)।
র্যাব জানায়, ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আনারুলকে যাবজ্জীবন সাজা দেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, ওই মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব আনারুলকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।