• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

দাম বেশি নেওয়ায় ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৩১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরসহ দেশের ৪৮টি জেলায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অধিদপ্তরের ৫০টি টিম কর্তৃক ৭৩টি বাজারে ১৩১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ