ডেঙ্গুজনিত কারণে অব্যাহত মৃত্যুসহ সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বিবৃতিতে ডেঙ্গুজনিত কারণে অব্যাহত মৃত্যু ও সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, এ বিষয়ে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগ যে নির্বিকার মনোভাব নিয়েছে, তা পরিপূর্ণভাবে অগ্রহণযোগ্য।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি বিষয়টিকে কোভিডকালের মতো পরিস্থিতি বিবেচনায় মোকাবিলার আহ্বান জানিয়েছে।