• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আসছে ১৫২ শিল্প প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে বিনিয়োগ করবে দেশ-বিদেশের ১৫২টি শিল্পপ্রতিষ্ঠান।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন।

বুধবার সকালে বঙ্গবন্ধু শিল্পনগর প্রদর্শনে এসে এসব কথা জানান তারা। তারা ১৮ হাজার ৫৫৭ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রার এই শিল্প নগরে ৭ লাখ ৭৫ হাজার ২২৮ জনের কর্মসংস্থান হবে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার একেএম শফিউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ সুবিধা আছে সব নিশ্চিত করে বিনিয়োগের সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই ৫টি প্রতিষ্ঠান উৎপাদনে এসেছে, আগামী বছরের শুরুতে আরো ৩টি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।

তিনি আরও বলেন, এই শিল্পনগর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ১৩৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। এলাকার জনগণের পাশাপাশি শিল্প নগরীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, জেটিরও বিষয় আছে।

এক প্রশ্নের জবাবে বেজা চেয়ারম্যান ইউসুফ হারুন বলেন, এখানে ১৫২টি শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আসছে। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে।

সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানও মুখ্য সচিব, ভেজা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখান। এরপর অতিথিবৃন্দ শিল্পনগরের হৃদে মাছের পোনা ছাড়েন এবং বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ