• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বন্ধ ঘোষিত ২৬ পাটকলের মধ্যে ১০টি পাটকল পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, বাংলাদেশ পাট চাষি ও পাট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বন্ধ ঘোষিত ২৬টি পাটকলের মধ্যে ১০টি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পাটকলগুলো পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।

মতবিনিময়কালে নেতারা বলেন, বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিলে পাটশিল্পে ফিরে আসবে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য। পাট পণ্যের নতুন নতুন উদ্ভাবনীর মধ্য দিয়ে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে, পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুবুল আলম, বাংলাদেশ পাটচাষিও পাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ