• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

চীনে উইঘুরদের অত্যাচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট। তারা এমন ঘটনার নিন্দা জানিয়েছে।

উইঘুর মুসলিম সম্প্রদায়ের সমান অধিকারের দাবিতে মানববন্ধন রোববার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন আয়োজিত হয়।

মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

বক্তব্য রাখেন, মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, মাওলানা শিব্বির আলম খান, মাওলানা আফসারুল আমিন, প্রফেসর মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, আব্দুল্লাহ আল হেলাল, মাওলানা রুহুল আমীন প্রমুখ। মানববন্ধন শেষে এক র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে চীনের উইঘুর মুসলমানদের নির্যাতন, হত্যা ও মানবাধিকার লংঘনের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। কিন্তু দুঃখজনক হলেও সত্য চীনের উইঘুর সম্প্রদায়ের জন্য কোন জাতীয় দিবস নয়। কারণ উইঘুর মুসলমানদের ওপর জিনজিয়াং প্রদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য চীন সরকার দায়ী।

বক্তরা বলেন, চীনের সরকারি বাহিনীর বিরুদ্ধে নির্যাতন, দুর্ব্যবহার, জোরপূর্বক চিকিৎসা গর্ভপাতসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

প্রতিবাদে বক্তারা দাবি করেন, ২০১৭ সাল থেকে প্রায় ষোল হাজার মসজিদ ভেঙে ফেলেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। বক্তারা চীন সরকারের এ সকল অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানান।

অনতিবিলম্বে সংখ্যালঘু মুসলমানদের পূর্ণ নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান প্রতিবাদকারীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ