জামালপুরের মেলান্দহ উপজেলায় আঙ্গুরী বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শ্যামপুর ইউনিয়নের ৫নং চর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আঙ্গুরী বেগম(৫০) মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের ৫নং চর এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী ও মৃত হোসেন আলী শেখের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে স্বামী আমিজ উদ্দিন নাটক দেখতে যওয়ার কথা শুনে বাধা দেয় স্ত্রী আঙ্গুরী বেগম। বাধার পরেও স্ত্রীর কথা না শুনে নাটক দেখতে যায় এবং নাটক দেখে রাত ৩টার দিকে বাড়ি ফিরে আমিজ উদ্দিন। বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি ও খোজাখোজির পর ঘরের মাচার উপর আঙ্গুরী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার ডাক চিৎকার আশেপাশে লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে আঙ্গুরী বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, আঙ্গুরী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।