• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে জ্বালানি কিনছে বাংলাদেশ   মা-মেয়ের মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে এইচএমপিভি প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা বিমানবন্দরে ১ লাখ ৬০ হাজার বছর পর দেখা মিলবে বিরল ধূমকেতুর বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের ১০ কিমি মানববন্ধন পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় মিলল স্বর্ণের খনি জীবন বাঁচাতে নিরাপধ আশ্রয়ে বাসিন্দারা, দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী, দাবি বাইডেনের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের শীতে ঝবু থবু পঞ্চগড়, ১০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

২ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন গিয়ে পৌঁছায়। ৩ দিন আগে দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকরা এই জাহাজে করে বিকেলে ফিরবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনি ও রোববার দুইদিন এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে গত বুধবার প্রায় ৬ মাস পর ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আউলিয়া নামের একটি জাহাজ চলাচল শুরু করে।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, আজ (সোমবার) সকালে ৩৮৮ পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করেছে। দুপুরে জাহাজটি দ্বীপে পৌঁছায়। সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে। বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন।

ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।

ইউএনও আরও বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামের একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ