• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে জ্বালানি কিনছে বাংলাদেশ   মা-মেয়ের মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে এইচএমপিভি প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা বিমানবন্দরে ১ লাখ ৬০ হাজার বছর পর দেখা মিলবে বিরল ধূমকেতুর বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের ১০ কিমি মানববন্ধন পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় মিলল স্বর্ণের খনি জীবন বাঁচাতে নিরাপধ আশ্রয়ে বাসিন্দারা, দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী, দাবি বাইডেনের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের শীতে ঝবু থবু পঞ্চগড়, ১০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

মাত্র ৩০০ টাকার ভাগাভাগি নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ডেকেরচালা এলাকায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক অথবা ছিনতাইয়ের ৩০০ টাকা ভাগাভাগি করা নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আরিফ হোসেন (১৯)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের ডেকেরচালা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আরিফ হোসেন। সোমবার রাতে ওই এলাকায় তার সহযোগী এক তরুণের সঙ্গে ৩০০ টাকা ভাগাভাগি নিয়ে বাগ্বিতণ্ডা হয় তার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই তরুণ চাপাতি দিয়ে আরিফকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহত তরুণের লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মহানগরের বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক বলেন, নিহত আরিফও পালিয়ে যাওয়া আসামি ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মাদক অথবা ছিনতাই করা ৩০০ টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ