• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

আসাদগেটে আ.লীগ নেতার মোবাইল ছিনতাই, ধাওয়া দিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা। তার নাম তাজুল ইসলাম। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবায়েত জামান।

এডিসি রুবায়েত বলেন, ‘আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মানিকগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় আসাদগেটের আড়ঙের সামনে থেকে তার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যান এক ছিনতাইকারী। পরে ধাওয়া দিলে গাড়িচাপা পড়ে আহত হন তাজুল।’

রুবায়েত আরও বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। এ ঘটনায় পৃথক মামলা হবে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাজুল ইসলামসহ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সঙ্গে দেখা করতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবনে এসেছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন তাজুল ও তার রাজনৈতিক সহযোগীরা। গাড়িটি আড়ঙের সামনে সিগনালে দাঁড়ালে গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেন তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু। ছিনতাইকারী মোবাইল নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুল তাকে ধাওয়া করেন। এ সময় রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ