পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে চা স্টলে চা কাপ বিতরন করেছেন শাহাজাদী আলম লিপি।
গত বৃহস্পতিবার উপজেলা কালিতলা ও দিঘলকান্দী ঘাটে নিজস্ব অর্থায়নে প্রতিটি চা স্টলে শাহাজাদী আলম লিপি ছবি সম্বলিত কয়েকশ চা কাপ বিতরণ করেন।
এরপর সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তার লিফলেট পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহাজাদী আলমের বড় ছেলে সিহাব,কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, শাহিনা বেগমসহ স্থানীয় কর্মীরা ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে উপস্থিত সকলের সাথে আলোচনা করেন। আগামী নির্বাচনে কে হবেন বগুড়া-১ আসনের নৌকার মাঝি? কার জনপ্রিয়তা কত? এসব প্রশ্ন নিয়ে এখন থেকেই ভোটারদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে এবার আওয়ামী লীগের মনোনয়ন পাবে শাহাজাদী আলম লিপি এমন কথা বলা হচ্ছে অনেক চায়ের দোকানে।
শাহাজাদী আলম লিপি জনপ্রতিনিধি না হয়েও উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়নে দু’হাতে বিলিয়ে দিচ্ছেন আর্থিক অনুদান। ইতিমধ্যে পরিচিতি পৌঁছে গেছে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে। সারিয়াকান্দি মানুষের ভরসার জায়গা এখন তিনি। কারণ দীর্ঘদিন ধরে জোরেশোরেই মাঠে-ঘাটে প্রচারণা অব্যাহত রেখেছেন।
শাহাজাদী আলম লিপি বলেন,নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ।