• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের ডলফিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় বিপন্ন প্রজাতি ৫০ কেজি ওজনের একটি ডলফিন (শুশুক)

শুক্রবার ভোরে উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলে জালে ধরা পড়ে সাড়ে ৩ ফুট দৈর্ঘ্যের স্তন্যপায়ী প্রানীটি। পরে প্রানীটিকে নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে আনলে এটি দেখতে শত শত নারী-পুরুষ ভির জমায়।

এলাকাবাসী জানান, ভরাবর্ষায় পদ্মানদীতে প্রতিদিনই শুশুক পরিচিত গাঙ্গীয় ডলফিনকে নদীতে ঝাঁপাঝাপি করতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুক্রবার সকালে স্থানীয় জেলে দাদন মান নদীতে জাল ফেললে তার জালে ধরা পড়ে প্রানীটি।

জেলে দাদন মান বলেন, প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল উঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সকলে আস্তে ধীরে জাল টানতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। এটি দেখতে আশে পাশের অনেক লোক জমায়েত হয়। পরে শুশুকটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এবার বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলার বন কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, বর্ষায় নদীতে পানি বাড়লে প্রায় শুশুকের দেখা মিলে। শুশুক ধরা পড়ার বিষয়টি শুনেছি। পরে এটিকে কি করেছে জানি না। তবে পরবর্তীতে আমরা স্থানীয় চেয়ারম্যান ও আলোচনাসভায় সকল জেলেদের বলে দিবো যেন এ প্রানী ধরা পড়লে তাৎক্ষণিক অবমুক্ত করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ