• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

অন্ধ স্বামীকে হত্যার ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে গরম তেলের কড়াইয়ে ধাক্কা দিয়ে স্বামীকে হত্যার ছয় বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী বিবি কুলসুমকে (৩৬) গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) রাতে সুধারাম থানার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিবি কুলসুম বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য নরোত্তমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার তিনটি মেয়ে আছে।

মামলা সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে দৃষ্টি প্রতিবন্ধী শহীদ উল্যাহর সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবন ছিল বিবি কুলসুমের। ২০১৮ সালে পারিবারিক বিরোধ হলে কুলসুমের মা-বাবা তা মীমাংসা করতে যান। তাদের সামনে বাগবিতণ্ডার এক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী স্বামী শহীদকে ধাক্কা দিয়ে কড়াইয়ের গরম তেলে ফেলে দিয়ে বাবা-মাকে নিয়ে পালিয়ে যান বিবি কুলসুম। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হলে আদালত আসামিদের অনুপস্থিতিতে বিবি কুলসুমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং তার মা লিলি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আসামিরা নাম পরিচয় গোপন করে দীর্ঘদিন পালিয়ে ছিলেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম   বিষয়টি নিশ্চিত করে বলেন, বিবি কুলসুম তার স্বামীকে কড়াইয়ের গরম তেলে ধাক্কা দিয়ে মারাত্মক জখম করে। সাত দিন চিকিৎসার পর তার স্বামীর মৃত্যু হয়। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) এটিএম ইমরান আলী নারী পুলিশ নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিবি কুলসুমকে গ্রেপ্তার করেছেন।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বিবি কুলসুমকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ