• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

অধিকারের আদিলুর ও এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ মঙ্গলবার (১০ অক্টোবর) এ আদেশ দেন।

গত ১৪ সেপ্টেম্বর অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আদিলুর ও পরিচালক এলানকে দুই বছরের কারাদণ্ড ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ওইদিন রায় ঘোষণার পর অধিকারের আদিলুর এবং এলানকে কারাগারে পাঠানো হয়।

২৫ সেপ্টেম্বর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল ও জামিন আবেদন করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট মামলার যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। মামলার উভয় আসামিই জামিনে রয়েছেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর অবরোধ করে রাখা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরানোর অভিযানে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল আদিলুরের সংগঠন অধিকার।

হেফাজতকাণ্ডে তথ্য বিকৃতির অভিযোগে ওই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির তৎকালীন এসআই আশরাফুল ইসলাম। পরে ১০ আগস্ট রাতে আদিলুরকে গ্রেপ্তার করা হয়। দুমাস পর কারাবন্দি থেকে জামিনে মুক্তি পান তিনি।

সাধারণ ডায়েরির তদন্ত শেষে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে অভিযোগপত্র দেন এসআই আশরাফুল। পরদিন মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ১১ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ