• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

রাজধানীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
প্রতীকী ছবি

স্বামীর ওপর অভিমান করে বিষপানে সনি আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাজধানীর কদমতলীর ধনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর স্বামী রাসেল মিয়া বলেন, পরিবার নিয়ে কদমতলীর ধনিয়া শাহী মসজিদ পাটেরবাগে ভাড়া বাসায় থাকি। বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরই সনি ঘরে থাকা তরল বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ