• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ডোকার চেষ্টা, গুলিবিদ্ধ ২ কোনও ঝগড়া নেই বাংলাদেশের সঙ্গে, আমরা ওদের ভালোবাসি : মমতা পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা .নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল মধ্যরাতে লাইভে এসে নাটকের সাদিয়ার নাটক নিয়ে মুখ খুললেন সেন্টমার্টিনগামী পর্যটকদের বিকল্প পথে চলাচলের পরামর্শ বইছে হিমেল হওয়া, ১৭ ডিগ্রিতে তাপমাত্রা নামল তেঁতুলিয়তে ছাত্রলীগ নেতা নিয়াজ হত্যায় দায়ে ২১ জনের যাবজ্জীবন হাসপাতালের বাঙ্কারে হিজবুল্লাহর বিপুল সম্পদের তথ্য প্রকাশ করল ইসরাইল হিজবুল্লাহর ব্যাপক হামলায় ইসরাইলে জরুরি অবস্তা জারি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি

আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয় নমুনা প্রশ্ন

মিরাজুল ইসলাম, প্রাক্তন প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ,ঢাকা

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট                পূর্ণমান: ১০০

১.সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ:      ১x৫০ = ৫০

সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা যায়?

ক.  সৌর প্যানেল খ. টারবাইন

গ. বাঁধ              ঘ. বৈদ্যুতিক পাখা

২. আমাদের গৃহপালিত কাজে ব্যবহূত দা, কুড়াল, লাঙল, ঢেঁকি এগুলো হচ্ছে—

ক. হাতিয়ার খ. শ্রমিকের সম্বল গ. ধাতু                                        ঘ. প্রযুক্তি

৩. বাড়তি খাবার সংরক্ষণ করে খাবার অপচয় রোধে তুমি কোন প্রযুক্তি ব্যবহার করবে?

ক. রেফ্রিজারেটর                            খ. কম্পিউটার

গ. হিমাগারে                                   ঘ. হটপট

৪. রোহানের বাবা একজন কৃষিবিদ। অধিক পুষ্টিসমৃদ্ধ উদ্ভিদ সৃষ্টিতে তিনি কোন প্রযুক্তির উপর নির্ভর করবেন?

ক. জৈব প্রযুক্তি                               খ. রাসায়নিক প্রযুক্তি

গ. যান্ত্রিক শক্তি                              ঘ. শিল্প প্রযুক্তি

৫. নিচের কোনটি সঠিক?

ক. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই                           খ. বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়

গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে                          ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই

৬. একটি নতুন জাতের গম উত্পাদন করতে হলে প্রধানত নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করতে হবে?

ক. যান্ত্রিক প্রযুক্তি                            খ. তথ্য প্রযুক্তি

গ. রাসায়নিক প্রযুক্তি                       ঘ. জৈব প্রযুক্তি

৭. প্রকৃতির নিয়মগুলা প্রয়োগ করে বাস্তব সমস্যার সমাধান করেন কে?

ক. বিজ্ঞানী                                    খ. প্রযুক্তিবিদ

গ. প্রকৌশলী                                  ঘ. চিকিত্সক

৮. প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?

ক. আর্থিক সামর্থ্য                           খ. দৈহিক সামর্থ্য

গ. বিজ্ঞানের জ্ঞান                           ঘ. বংশগত পরিচয়

৯. কোনটি রাসায়নিক প্রযুক্তি?

ক. সার                                          খ. ট্রাক্টর

গ. উচ্চ ফলনশীল উদ্ভিদ                   ঘ. সেচ পাম্প

১০. নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া?

ক. অধ্যয়ন                                    খ. অনুশীলন

গ. লেখা                                        ঘ. পর্যবেক্ষণ

১১. প্রযুক্তি আবিষ্কারের সাথে সাথে বদলে গেছে কৃষি কাজের ধরণ। প্রযুক্তি উদ্ভাবনের পূর্বে কীভাবে জমি চাষ হতো?

ক. প্রাণী ও মানুষের পেশী শক্তির সাহায্যে                                   খ. গরু ও গাধার সাহায্যে

গ. লাঙ্গল ও কোদালের সাহায্যে

ঘ. পাথর ও কাঠের সাহায্যে

১২. সুমনের বাবা একজন কৃষক। তিনি নিচের কোন প্রযুক্তির উপর নির্ভরশীল?

ক. ব্যারোমিটার                              খ. কম্পিউটার

গ. ট্রাক্টর                                        ঘ. মোবাইল

১৩. তোমার ছোট বোন জ্বরে ভুগছে। তার জ্বরের মাত্রা পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করবে?

ক. থার্মোফ্লাক্স   খ. সিসমোগ্রাফ

গ. ব্যারোমিটার  ঘ. থার্মোমিটার

১৪. মানুষের অর্জিত বিশেষ জ্ঞানকে কী বলা হয়?

ক. বিজ্ঞান                                     খ. প্রযুক্তি                           গ. তথ্য                    ঘ. কৌশল

১৫. প্রযুক্তির মূল লক্ষ্য কী?

ক. বাস্তব সমস্যার সমাধান করা

খ. পরিবেশকে নিয়ন্ত্রণ করা

গ. নানা কলাকৌশল উদ্ভাবন করা

ঘ. নতুন হাতিয়ার নির্মাণ করা

১৬. কম্পিউটার কোন ধরনের প্রযুক্তি?

ক. পুরাতন প্রযুক্তি খ. আধুনিক প্রযুক্তি

গ. কৃষি প্রযুক্তি     ঘ.  চিকিত্সা প্রযুক্তি

১৭. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?

ক. চিকিত্সাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার

খ. যুদ্ধাস্ত্র নির্মাণ প্রযুক্তির ব্যবহার

গ. কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার

ঘ. শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার

১৮. কম্পিউটারে বিরতিহীনভাবে সারাদিন কাজ করলে শরীরে কিরূপ সমস্যা দেখা দেয়?

ক. শ্বাস-প্রশ্বাসে সমস্যা হবে

খ. তলপেটে ব্যথা হবে

গ. কাঁধ ও ঘাড়ে ব্যথা হবে                                                        ঘ. হাতে ও চোখে ব্যথা হবে

১৯. নিচের কোন প্রযুক্তিগুলোতে সবচেয়ে বেশি তথ্য সংরক্ষণ করা যাবে?

ক. রেডিও, এক্সরে                                                                  খ. টেলিগ্রাফ, রেডিও

গ. টেলিফোন, টেলিগ্রাম                                                           ঘ. মেমোরি, পেনড্রাইভ

২০. তুমি নিজ বাড়ি থেকে দুরে কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে?

ক. ইন্টারনেট                                 খ. টেলিভিশন

গ. রেডিও                                      ঘ. প্রজেক্টর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ